নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ ত্রিপুরায় চাকরিচ্যুত শিক্ষকদের কর্মচ্যুতির দুই মাস পূর্তিতে আগামী ১ জুন রাজ্যব্যাপী মানবশৃঙ্খল কর্মসূচির ডাক দিয়েছে অল ত্রিপুরা সরকারি ১০৩২৩ অ্যাডহক পে শিক্ষক কর্মচারী সংগঠন৷ ওইদিন সারা রাজ্যে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দু ঘণ্টাব্যাপী চলবে মানবশৃঙ্খল কর্মসূচি৷ আজ শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছেন সংগঠনের সভাপতি বিমলকৃষ্ণ সাহা৷
এদিন তিনি বলেন, আগামী ১ জুন চাকরিচ্যুত শিক্ষকদের কর্মচ্যুতির দু মাস পূর্ণ হবে৷ কিন্তু, ত্রিপুরা সরকার এখনও তাঁদের সমস্যার স্থায়ী সমাধানে কোনও পদক্ষেপ নেয়নি৷ তাই সংগঠন আবারও আন্দোলনমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ তিনি বলেন, ওইদিন আগরতলা সহ সমস্ত জেলা সদরে কর্মচ্যুত শিক্ষকদের একই সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সব ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে বাঁচার তাগিদে মানবশৃঙ্খল কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি৷ তাঁর কথায়, সারা ত্রিপুরায় ওই কর্মসূচি সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দু ঘণ্টাব্যাপী চলবে৷
তাঁর দাবি, চাকরিচ্যুত শিক্ষকরা তাঁদের অধিকার রক্ষায় ধারাবাহিকভাবে যে কর্মসূচি পালন করে চলেছেন এই মানবশৃঙ্খল তারই অঙ্গ৷ তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি হাতে নিয়েছি৷ তাই অংশগ্রহণকারী সকল শিক্ষক-শিক্ষিকাদের পানীয় জলের বোতল, ছাতা, মাস্ক এবং স্যানিটাইজার সাথে করে নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে৷
প্রসঙ্গত, আগরতলায় মানবশৃঙ্খলটি রবীন্দ্র ভবনের সামনে শুরু হয়ে ওরিয়েন্ট চৌমুহনি, জ্যাকসন গেইট, কামান চৌমুহনি, সূর্য চৌমুহনি, পোস্ট অফিস চৌমুহনি এবং সিটি সেন্টারের সামনে গিয়ে সমাপ্ত হবে বলে তাঁরা স্থির করেছেন৷