সেন্টার ফের গুড গভর্নেন্স স্থাপনের সিদ্ধান্ত মন্ত্রিসভায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ রাজ্যে সেন্টার ফর গুড গভর্নেন্স স্থাপন করার জন্য অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ সম্প্রতি অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ আজ সন্ধ্যায় মহাকরণে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, রাজ্য প্রশাসনের মান আরও উন্নত করতে এবং প্রশাসনিক সংস্কারের জন্যই এই সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ সিপার্ডে এই সেন্টারটি স্থাপন করা হবে৷ এই ধরণের সেন্টার বর্তমানে গুজরাট, তেলেঙ্গানা, উড়িষ্যা, আসাম এই ৪ টি রাজ্যে রয়েছে৷


জাতীয়স্তরে মূল সেন্টারটি রয়েছে হায়দ্রাবাদে৷ শিক্ষামন্ত্রী আরও জানান, বর্তমানে রাজ্য সরকার প্রথম থেকেই সুশাসনের উপর গুরুত্ব দিয়ে কাজ করছে৷ সেই লক্ষ্যে ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নাগরিক কেন্দ্রিক প্রশাসনিক সরকার গড়ে তোলা প্রয়োজন মনে করে রাজ্য মন্ত্রিসভা এই ধরণের সেন্টার স্থাপনের অনুমোদন দিয়েছে৷ এই সেন্টারের মাধ্যমে দেশের বা অন্যান্য রাজ্যের সরকারি, বেসরকারি এবং একাডেমী ক্ষেত্রে সুশাসন কী অবস্থায় রয়েছে তা নিয়ে পর্যালোচনা এবং অনুশীলন করা হবে৷ এছাড়াও এই সেন্টারের মাধ্যমে প্রশাসনের কোনো ফাঁকফোকর থাকলে তা চিহ্ণিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ রাজ্যে এই সেন্টারটি পরিচালনার ক্ষেত্রে গুড গভর্নেন্সের জন্য একজন কনসালটেন্ট, ই-গর্ভনেন্সের জন্য একজন কনসালটেন্ট, একজন রিসার্চ অ্যাসিসটেন্ট, একজন ডাটা এন্ট্রি অপারেটর, এবং ১ জন পিয়ন নিয়োগ করা হবে৷ এই সেন্টার পরিচালনার জন্য রাজ্য সরকারের বার্ষিক ৭৭ লক্ষ ২০ হাজার টাকা ব্যয় হবে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান৷


সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানানন, এখন থেকে ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড থ্রি পরীক্ষায় বাংলা/ককবরক বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ণে পরীক্ষা নেয়া হবে৷ আগে টিপিএসসি’র মাধ্যমে ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড থ্রি-তে ৫ টি বিষয়ে ৫০০ নম্বরের পরীক্ষা নেয়া হত৷ বিষয়গুলি ছিল ল পেপার-১ ১০০, ল পেপার -২ ১০০ নম্বরের, সাধারণ জ্ঞান ১০০ নম্বরের, মৌখিক ১০০ নম্বরের এবং ইংরেজী ১০০ নম্বরের,৷ যেহেতু বাংলা এবং ককবরক রাজ্যের সরকারী ভাষা তাই জুডিশিয়াল সার্ভিস রুলসের অষ্টম সংশোধনীর মাধযমে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড থ্রি’র পরীক্ষাতে বাংলা/ককবরক বিষয়ে ১০০ নম্বরের সিলেবাস থাকবে৷ রাজ্যের ছেলে মেয়েদের সুুবিধার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *