নয়াদিল্লি, ৩০ মে (হি. স.): করোনা মোকাবিলায় বড় হাতিয়ার হচ্ছে নিজেকে এবং পরিসরকে স্বচ্ছ রাখা। সেই লক্ষ্যে রাজধানী দিল্লির গোটা সংসদ ভবন জুড়ে শোধন বা স্যানিটেশনের কাজ চলল।
কেন্দ্রীয় লোক নির্মাণ বিভাগ, নয়াদিল্লি পৌরনিগম এবং অন্যান্য সংস্থার সহযোগিতায় বৃহৎ আকারে এই শোধন প্রক্রিয়া চলে। এই শোধনের মূল লক্ষ্য হচ্ছে করোনা মুক্ত পরিবেশ গড়ে তোলা। যাতে করে সংসদ ভবনের কর্মীরা নির্দ্বিধায় ও নির্ভয় নিজের কাজ করে যেতে পারে।
এর আগে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা করোনা রোধে সংসদ ভবনের সচিবালয় তরফ থেকে নেওয়া যাবতীয় প্রস্তুতি দিক খতিয়ে দেখেন। এর আগে ২১ মার্চ এমন ধরনের অভিযান চালানো হয়েছিল। সেই সময় লোকসভার অধ্যক্ষ জানিয়েছিলেন করোনা মোকাবিলায় সংযম এবং গণসচেতনতা একান্তভাবেই জরুরি। এরপর বিভিন্ন উপায়ে একাধিকবার স্বচ্ছতা অভিযান চালানো হয়। সংসদ চত্বরে এবং তার পার্শ্ববর্তী এলাকায় শোধনের কাজে সোডিয়াম হাইড্রোক্লোরাইড এর কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। এমনকি সংসদের শৌচাগারগুলি ও শোধন করা হয়েছে।