নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ কোভিড মহামারীর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে তা রূপায়নের কাজ পর্যবেক্ষনের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে চেয়ারম্যান করে একটি ক্যাবিনেট সাব কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির সদস্যরা হলেন উপমুখ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, বনমন্ত্রী এবং প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী৷
একই বিষয়ে মুখ্যসচিবকে চেয়ারম্যান করে আধিকারিক পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে৷ অর্থ দপ্তরের সচিব এর আহ্বায়ক হয়েছেন৷ কমিটির সদস্যরা হলেন অতিরিক্ত মুখ্য সচিব, এফ এন্ড সি এস-র প্রধান সচিব, পি সি সি এফ, গ্রামোন্নয়ন দপ্তরের সচিব, আই এন্ড সি-এর সচিব, অর্থ দপ্তরের ডি আই এফ / সচিব এবং শ্রম দপ্তরের বিশেষ সচিব৷ মুখ্য সচিবের দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে৷