নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ রাজ্যে বিমান পরিষেবা চালু হওয়ার বিষয়টি অনিশ্চিয়তার মেঘে ঢেকে রয়েছে বলেই মনে হচ্ছে৷ কারণ, এয়ার ইন্ডিয়া এবং এয়ার এশিয়া সাফ জানিয়েছে, ৩১ মে পর্যন্ত আগরতলায় সমস্ত বিমান স্থগিত করা হয়েছে৷ ইন্ডিগো বৃহস্পতিবারের বিমান স্থগিত করার ঘোষণা দিয়েছে৷
তবে, পরবর্তী ধাপে বিমান পরিচালনা নিয়ে কোনও স্পষ্ট বার্তা নেই ইন্ডিগোর তরফে৷ ফলে, মনে করা অস্বাভাবিক হবে না, ইন্ডিগোর বিমানও ৩১ মে পর্যন্ত আগরতলায় স্থগিত থাকবে৷ তবে, ৩১ মে’র পরে বিমান পরিষেবা চালু নিয়েও অস্পষ্টতা রয়ে গিয়েছে৷ কারণ, কলকাতা বিমানবন্দরে নির্দিষ্ট সংক্ষক বিমান উঠানামা করতে দেওয়া হবে৷ এক্ষেত্রে আগরতলায় বিমান আসার জন্য কতটুকু সুযোগ মিলবে সেটাই প্রশ্ণ৷