BRAKING NEWS

শ্রমিক বিরোধী আইন প্রত্যাহার করতে হবে, দাবি ভারতীয় মজদুর সংঘের

নয়াদিল্লি, ২৮ মে (হি. স.):  উত্তরপ্রদেশ সরকার নিজের ভুল সংশোধন করেছে। সেই পথে হেঁটে অন্যান্য রাজ্যগুলির উচিত শ্রমিক বিরোধী অধ্যাদেশ প্রত্যাহার করা।এমনই দাবি তুলেছে ভারতীয় মজদুর সংঘ। ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনা করেই শ্রম আইনে পরিবর্তন করা উচিত বলে জানিয়েছে তারা।
ভারতীয় মজদুর সংঘের সাধারণ সম্পাদক বৃজেশ উপাধ্যায় বৃহস্পতিবার জারি করা এক বিবৃতিতে জানিয়েছেন, ২০ মে দেশজুড়ে বিরোধ প্রদর্শনে সংগঠনের তরফ থেকে শ্রমিকদের একাধিক দাবি-দাওয়া নিয়ে যে আন্দোলন করা হয়েছিল তারপর থেকে কেন্দ্রীয় সরকার উল্লেখযোগ্য ভাল কাজ করেছে।

এর পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট করে দিয়েছিলেন যে শ্রম আইনে পরিবর্তন করার জন্য কেন্দ্রীয় সরকার অধ্যাদেশ দ্বারস্থ হবে না। কেন্দ্রের এই মন্তব্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট এবং কেরলের মতন রাজ্যগুলির কাছে স্পষ্ট বার্তা নিয়ে গিয়েছে যারা অধ্যাদেশ এনে শ্রম আইন বদল করেছে।
উল্লেখ করা যেতে পারে, নীতি আয়োগ এর ডেপুটি চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছিলেন যে সংশোধন মানে এই নয় শ্রম আইনকে পুরোপুরি শেষ করে দেওয়া। রাজ্যগুলির উদ্দেশ্যে কেন্দ্রের  স্পষ্ট বার্তা ছিল শ্রম আইন পুরোপুরি বিলুপ্ত করা যাবে না। কারণ ভারত আন্তর্জাতিক শ্রম ও সংগঠনে স্বাক্ষর করেছে। সম্প্রতি কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাংগুয়ার একই কথা বলেছে। শ্রম আইনকে পুরোপুরি বদলে ফেলা যাবে না বলে জানিয়েছিলেন তিনি।

ভারতীয় মজদুর সংঘের সাধারণ সম্পাদক বৃজেশ উপাধ্যায় জানিয়েছেন, শ্রমমন্ত্রীর এই বার্তার পর চার রাজ্যের উচিত ছিল অধ্যাদেশ ফিরিয়ে নেওয়া। উত্তরপ্রদেশ নিজের ভুল সংশোধন করে অধ্যাদেশ ফিরিয়ে নিয়েছে। যা প্রশংসনীয়। বাকি রাজ্যগুলিতে সেই পথ অবলম্বন করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *