নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ মহারাষ্ট্র ফেরত ত্রিপুরার সকল নাগরিকের নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ দিল্লির ক্ষেত্রেও নমুনা পরীক্ষা করার চিন্তাভাবনা করছে৷ সে-মোতাবেক মুম্বাই থেকে ট্রেনে ফেরত ত্রিপুরার নাগরিকদের নমুনা সংগ্রহ শুরু করে দিয়েছে স্বাস্থ্য দফতর৷
মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, মুম্বাই থেকে ট্রেনে ১১৫৪ জন ত্রিপুরায় ফিরেছেন৷ তাঁদের সকলের নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ তিনি বলেন, শুরুতে ৩৪৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে৷ আজ আরও ৮৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ বাকি ২৫৫ জনের নমুনা কালকের মধ্যে সংগ্রহ করা হবে৷
তাঁর দাবি, দেশে করোনা আক্রান্তের তালিকায় মহারাষ্ট্র শীর্ষে৷ সেখানে ৫২,৬৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ১,৬৮৫ জনের মৃত্যু হয়েছে৷ তেমনি, তামিলনাড়ু করোনা আক্রান্তে দেশে দ্বিতীয় স্থানে রয়েছে৷ সেখানে ১৭,০৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১১৯ জনের৷ তিনি আরও জানান, গুজরাত দেশে তৃতীয় স্থানে রয়েছে৷ সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১৪,৪৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৩০০ জনের৷ তেমনি দিল্লিতে ১৪,৪৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ২৮৮ জনের মৃত্যু হয়েছে৷
তাই, এখন মহারাষ্ট্র থেকে আগত সকলের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দিল্লি থেকে আগতদেরও নমুনা পরীক্ষার চিন্তাভাবনা চলছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন৷