নয়াদিল্লি, ২৬ মে (হি. স.): দিল্লি বিমানবন্দরে সুরক্ষার কাজে মোতায়েন থাকা সিআইএসএফের আরও ১৮ জওয়ানের শরীরে পাওয়া গেল করোনা সংক্রমন।এর আগে বিমানবন্দরে মোতায়েন থাকা সাত জওয়ানের শরীরে মিলেছিল করোনা। বিমানবন্দরে কর্মরত প্রতিটি জওয়ানের পরীক্ষা চলছে।
সিআইএসএফের মুখপাত্র জানিয়েছেন, দিল্লি বিমান বন্দর, মেট্রো এবং সরকারি দফতরে মোতায়েন থাকা জওয়ানদের ক্রমাগত করোনা পরীক্ষা করানো হচ্ছে। বিগত ২৪ ঘন্টায় ১৮ জওয়ানের শরীরে করোনা মিলেছে। এর আগে সাত জন জওয়ানের শরীরে মিলেছিল করোনা। কিন্তু গত দুইদিন ধরে দিল্লি মেট্রোর প্রহরায় মোতায়েন থাকা জওয়ানদের শরীরে করোনা মেলেনি।
উল্লেখ করা যেতে পারে, দিল্লিতে সিআইএসএফের ৫৪ জন জওয়ান সংক্রমিত।যার মধ্যে বিমান বন্দরে ২৫, মেট্রোতে ২২, সরকারি কার্যালযগুলোতে সাতজন আক্রান্ত।এদের সংস্পর্শে আসাদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানোর কাজ চলছে।

