নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২১ তম জন্মজয়ন্তী আজ ত্রিপুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ তবে, এ-বছর কোনও ধরনের আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়নি৷ তথ্য ও সংসৃকতি দফতরের পক্ষ থেকে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে বিদ্রোহী কবির ১২১ তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে৷
এ-উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন৷ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরাও কাজি নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন৷ তবে পারস্পরিক দূরত্ব বজায় রেখেই কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয়েছে৷ এদিন কোনও ধরনের সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি৷
বিদ্রোহী কবির জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, কাজি নজরুল ইসলাম ছিলেন সাংসৃকতিক জগতের এক দিশারী৷ সাংসৃকতিক জগতে এক নতুন দিশা দেখিয়ে গেছেন তিনি৷ তাঁর আদর্শকে সামনে রেখে সাংসৃকতিক জগতের কুশীলবদের একসাথে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, কাজি নজরুল ইসলাম একদিকে ছিলেন স্বাধীনতা সংগ্রামী, অন্যদিকে ছিলেন কবি ও সাহিত্যিক৷ তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় কবি৷
মুখ্যমন্ত্রী দাবি করেন, বিদ্রোহী কবির জীবনাদর্শ সম্পর্কে আমরা সবাই অবগত৷ কবির মতাদর্শকে পাথেয় করে এগিয়ে যাবার জন্য সাংসৃকতিক জগতের কাছে আহ্বান জানিয়েছেন তিনি৷ এদিন ত্রিপুরার অন্যান্য স্থানেও সামাজিক দূরত্ব বজায় রাখে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয়েছে৷