নেপালে নতুন করে করোনায় আক্রান্ত ৭২

কাঠমান্ডু, ২৫ মে (হি. স.):  ভারতের প্রতিবেশী নেপালে নতুন করে করোনা আক্রান্ত ৭২ জন।দেশের ৯ টি জেলা থেকে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ফলে ছোট্ট এই পাহাড়ি দেশে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৫।কাঠমান্ডুর ন্যাশনাল পাবলিক হেলথ ল্যাবরেটরি, ধারনের বিপি কইরালা ইনস্টিটিউট অফ হেলথ সাইন্স, হিতাউদি ভেক্টর বর্ন ডিসিস রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার, দেংয়ের রাপটি অ্যাক্যাডেমি অফ হেলথ সাইন্স, নেপাল গঞ্জের ভেরি হসপিটালে করোনা চিহ্নিতকরণের পরীক্ষা এবং চিকিত্সা দুটোই চলছে।

সেখানকার স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে নতুন করে আক্রান্তদের মধ্যে ২৬ জন রাউটাহাট, ২৩ জন বাড়া, সাতজন দাইলেক, ব্যাংকে থেকে চার।ধানুশা, কাঠমান্ডু, কপিলাবস্তু তিনজন করে আক্রান্ত। দুইজন সপ্তারি এবং বারদিয়ায় একজন আক্রান্ত হয়েছে।করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চারজনের।