নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৫ মে৷৷ লকডাউন এর মধ্যে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধুর৷ ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গকুলনগর রাস্তারমাথা এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায়, গকুলনগর রাস্তার মাতা এলাকার সঞ্জীব দাস এর স্ত্রী আজ বেলা আনুমানিক ৩:৩০ মিনিট নাগাদ পরিবারের লোকেদের অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস লাগায়৷ গৃহবধূ ঝুমা দাস দেবনাথকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গৃহবধূর ননদ৷ তখন শুরু হয় চিৎকার- চেঁচামেচি মুহুর্তের মধ্যে এলাকার কিছু লোক একত্রিত হয়ে গৃহবধূকে ঝুলন্ত অবস্থা থেকে মাটিতে নামিয়ে আনে৷ খবর দেওয়া হয় বিশালগড় দমকল বাহিনীকে৷
সাথে সাথে দমকল বাহিনীর কর্মীরা এসে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ ওই গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাপানিয়ায় টিএমসিতে রেফার করে দেওয়া হয়৷ উল্লেখ্য এই মহিলার স্বামী আগেও একটি বিয়ে করেছিল, এবং আগের বউটিও গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল৷