নয়াদিল্লি, ২৫ মে (হি. স.): চতুর্থ দফার লকডাউন গোটা দেশজুড়ে চলছে। এমন পরিস্থিতিতে ফের রাস্তায় নামলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। ট্যাক্সি এবং ক্যাব চালকদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘক্ষন আলাপচারিতা করলেন তিনি।আলাপচারিতায় ট্যাক্সি চালকদের সমস্যার কথা।তাদের অভাব-অভিযোগের কথা শুনেছেন রাহুল গান্ধী।লকডাউন এর জেরে তাদের দুর্দশার কথা জানতে চান ওয়ানাডের এই সাংসদ।
এক টেক্সি চালক রাহুল গান্ধীকে জানিয়েছেন লকডাউন এর আগের পরিস্থিতিতে আয় ভালোই হতো।কিন্তু এখন আর সেভাবে আর হচ্ছে না।পথে ঘাটে যাত্রী কম মিলছে। লকডাউন শিথিলতার যে শর্ত দেওয়া হয়েছে তাতে ট্যাক্সিতে দুইজনের বেশি বসতে পারবে না। তার ফলে যাত্রীরা মনে করছে যে তারা বেশি ভাড়া দিচ্ছে। ফলে নতুন যাত্রী মিলছে না। দিনে মাত্র একটি কি দু ‘ টি ট্রিপ হচ্ছে। ফলে গাড়ির ইএমআই এবং সংসার চালাতে অসুবিধা হচ্ছে।উল্লেখ করা যেতে পারে, এর আগে দিল্লির রাস্তায় নেমে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে আলাপচারিতা করেছিলেন রাহুল গান্ধী।তাদের দুঃখ-দুর্দশার কথা তিনি শুনেছিলেন সেবার।

