ইমফল, ২৫ মে (হি.স.) : মণিপুরে সোমবার আরও দুজন করোনা ভাইরাসে আক্ৰান্ত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। আজকের নতুন দুজনকে রাজ্যে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে ৩৪ হয়েছে। এর মধ্যে চারজনকে সুস্থ বলে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। সক্রিয় করোনা-আক্রান্ত ৩০ জনের চিকিৎসা চলছে।
নতুন দুজনের একজন চূড়াচাঁদপুর জেলার বাসিন্দা। ২৬ বছর বয়সি সংক্রমিত পুরুষ রোগীকে চূড়াচাঁদপুর জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করে প্রয়োজনীয় চিকিৎসা চলছে বলে জানা গেছে। এছাড়া ৩৪ তম পুরুষ রোগী ননে জেলার বাসিন্দা। তাঁকে ইমফলের দ্য রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েস (রিমস্)-এর কোভিড-১৯ কেয়ার সেন্টারে ভরতি করা হয়েছে। উভয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে।

