ঋষ্যমুখে ত্রাণ বন্টনে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ পিসিসি সভাপতির

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২২ মে৷৷ বিলোনিয়া ঋষ্যমুখ ব্লকের বিভিন্ন স্থানে ত্রান সামগ্রী বন্টন করতে গিয়ে শাসক বিজেপি দলের কিছু নেতা কর্মীদের দ্বারা বাধার সম্মুখীনের পাশাপাশি আক্রান্ত কংগ্রেস দলের নেতারা৷ আক্রমনকারীদের নামধাম দিয়ে এমনই অভিযোগ তোলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি পীযূষ বিশ্বাস৷ তিনি আরো বলেন সর্ব দলীয় এক সভাতে মুখ্যমন্ত্রী যে কোন রাজনৈতিক দল স্বাধীনভাবে ত্রান সামগ্রী বিতরন করতে পারবে এই কথা বলার পরও কি করে উনার দলের কর্মীরা বিরোধী দলকে ত্রান সামগ্রী বিতরনের কাজে বাধা দিচ্ছে৷ তাহলে কি বুঝা যায় মুখ্যমন্ত্রীর দলের নিয়ন্ত্রন হারিয়ে ফেলেছে৷ এই প্রশ্ণ তোলে ত্রানে বাধাদান কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি৷


শুক্রবার সকালে ঋষ্যমুখ বিধান সভা কেন্দ্রের কৈলাস নগর , জয়পুর ও ত্রান সামগ্রী বিতরণ করতে গিয়ে বিজেপি দলের কিছু কর্মীরা বাধা দেয়৷এই বাধাকে উপেক্ষা করে কংগ্রেস দল সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে ত্রান সামগ্রী বিতরণ করে কিন্তু এরপরেই ত্রান নিতে আসা মানুষদের এবং এলাকার কংগ্রেস দলের কর্মীদের আক্রমন করে অভিযোগ তুলে বলেন রাজনৈতিক বদ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য অন্যান্য দলকে কাজ করতে দিচ্ছে না৷ ঋষ্যমুখ ও বিলোনিয়া এই দুটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে কর্ম হীন মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন৷


বিকালে বিলোনীয়া কালিনগর নুতন মোটরষ্ট্যন্ড সংলগ্ণ পিতাস কালী বাড়ি প্রাঙ্গনে দরিদ্র মানুষের হাতে ত্রান সামগ্রি তুলে দিয়ে এই অভিযোগ করে কথাগুলি বলেন৷ অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিলোনীয়া ব্লক কংগ্রেস সভাপতি অরুপ দেব প্রাক্তন বিধায়ক দীলিপ চৌধুরির সহ অন্যান্যরা৷ এদিন ঋষ্যমুখ বিধানসভার বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করা হয় প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরীর সহায়তায় এদিন মোট ৪০০ এর উপরে কর্মহীন মানুষদের মাঝে ত্রান তুলে দেওয়া হয়৷