মাধ্যমিক ও দ্বাদশের বাকি পরীক্ষাগুলি ৫ জুন থেকে শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ কোভিড-১৯ উদ্ভত পরিস্থিতির কারণে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের যে সকল বিষয়ের পরীক্ষা নেওয়া যায়নি সেগুলি আগামী ৫ জুন, ২০২০ থেকে শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান৷ তিনি বলেন, মাধ্যমিক স্তরের নতুন কোর্সের সবগুলি পরীক্ষাই সম্পন্ন হয়েছিলো৷ কিন্তু মাধ্যমিকের ওল্ড কোর্সের কিছু পরীক্ষা অনুষ্ঠিত হয়নি৷ উচ্চমাধ্যমিক, মাদ্রাসা ফাজিল, মাদ্রাসা আলিমের কিছু কিছু বিষয়ের পরীক্ষা নেওয়া যায়নি৷


শিক্ষামন্ত্রী শ্রীনাথ জানান, প্রতি ক্ষেত্রেই পরীক্ষার সময়সূচি আগের মতোই অর্থাৎ দুপুর ১২টা থেকে ৩টা ১৫ মিনিট পর্যন্ত থাকবে৷ উচ্চমাধ্যমিকের সংসৃকত ও স্ট্যাটিসটিক্স বিষয়ের পরীক্ষা হবে ৫ জন, ২০২০৷ ৬ জন ইকোনমিক্স, ৮ জন সাইকোলজি, ৯ জন আরবিক ও মিউজিক, ১০ জন জিওগ্রাফি, ১১ জন হোম ম্যানেজমেন্ট এণ্ড হোম নার্সিং ও নিউট্রিশন বিষয়ের পরীক্ষা নেওয়া হবে৷ মাদ্রাসা ফাজিলে কলা বিভাগে ৬ জন হবে ইকোনমিক্স বিষয়ের পরীক্ষা, ৯ জন আরবিক (গ্রপ-সি) বিষয়ের পরীক্ষা৷ মাধ্যমিকে ওল্ড সিলেবাস ওল্ড প্যাটার্নের ৫ জন হবে ফিজিক্যাল সায়েন্স, ৬ জন হবে লাইফ সায়েন্স বিষয়ের পরীক্ষা৷ মাদ্রাসা আলিমের নিউ সিলেবাস নিউ প্যাটার্নে ৬ জন হবে আরবিক, ৮ জন তাফসির, ৯ জন হাদিস বিষয়ের পরীক্ষা নেওয়া হবে৷ মাদ্রাসা আলিমের ওল্ড সিলেবাস ওল্ড প্যাটার্নে ৫ জন ফিজিক্যাল সায়েন্স, ৬ জন লাইফ সায়েন্স, ৮ জন তাফসির, ৯ জন হাদিস বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে৷


শিক্ষামন্ত্রী শ্রীনাথ জানান, উচ্চমাধ্যমিকের মোট পরীক্ষার্থী ২৭,১৪২ জন ছিলো৷ ৫ জন থেকে যে বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে তাতে মোট ৮,৭৪৯ জন পরীক্ষার্থী রয়েছে৷ উচ্চমাধ্যমিকের পরীক্ষা মোট ৫৮টি সেন্টারের ৮২ ভেন্যুতে অনুষ্ঠিত হবে৷ ধলাই জেলার কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সেন্টারটি রেড জোন এলাকায় পড়ার কারণে ঐ সেন্টারের ৩৫ জন পরীক্ষার্থী আমবাসার চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরীক্ষা দেবে৷ মাধ্যমিকের ক্ষেত্রে ৬০টি পরীক্ষা সেন্টারের অন্তর্গত ১০০টি ভেন্যতে বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়া হবে৷ ওল্ড কোর্স ওল্ড প্যাটার্নে মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে ৩০৯ জন৷ মাদ্রাসা ফাজিলে মোট পরীক্ষার্থী ২৮ জন৷ মাদ্রাসা আলিমে নিউ সিলেবাসে পরীক্ষার্থী ১০০ জন এবং মাদ্রাসা আলিমে ওল্ড সিলেবাসে পরীক্ষার্থী ১ জন৷ পরীক্ষা ভেন্যগুলিকে পরীক্ষা শুরু করার আগে স্যানিটাইজ করার ব্যবস্থা করা হবে৷ সামাজিক দূরত্ব বিধি মেনেই এই পরীক্ষাগুলি নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী৷


অপর একটি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের বেসরকারি বিদ্যালয়গুলি যাতে এবছর কোনও ধরণের ফি বৃদ্ধি না করে এবং বিভিন্ন ক্ষেত্রে ফি ছাড় দেওয়া যায় কিনা তারজন্য শিক্ষা দপ্তর বেসরকারি বিদ্যালয় কর্তপক্ষের সাথে আলোচনা করেছে৷ তাদের কাছে আহ্বান রাখা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে ফি কম করার জন্য৷ সেই আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যেই বিভিন্ন বেসরকারি বিদ্যালয় কর্তপক্ষ তাদের গৃহীত ব্যবস্থাদি সম্পর্কে শিক্ষা দপ্তরকে অবগত করেছে৷ সে সম্পর্কে বিস্তারিত অবগত করে শিক্ষামন্ত্রী জানান, অনেক বেসরকারি বিদ্যালয়ই বিভিন্ন ক্ষেত্রে ফি কম করেছে৷ শিক্ষামন্ত্রী জানান, ৩৪৩টি বেসরকারি বিদ্যালয়ে ১ লক্ষ ২৩ হাজার ৭৬৭ জন ছাত্রছাত্রী রয়েছে৷