নয়াদিল্লি, ১৯ মে (হি. স.): দিল্লিতে নতুন করে সিআইএসএফের চারজন জওয়ানের শরীরে করোনার সংক্রমণ মিলেছে।এদের মধ্যে দুইজন দিল্লি মেট্রোর সুরক্ষার কাজে মোতায়েন ছিল এবং অপর দুইজন দিল্লি বিমানবন্দরে কর্মরত ছিলেন। বর্তমানে এই চারজনই হাসপাতালে চিকিৎসাধীন। এদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে কোরেন্টিন করার কাজ চলছে। সিআইএসএফের মুখপাত্র হেমেন্দ্র সিং জানিয়েছেন, বিগত ২৪ ঘণ্টায় নতুন করে চার জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে।
ফলে দিল্লি মেট্রো সুরক্ষার কাজে মোতায়েন থাকা সিআইএসএফ জওয়ানদের মধ্যে করোনায় সংক্রামিত সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮। অন্যদিকে দিল্লি এয়ারপোর্টে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ। সারা দেশে সিআইএসএফ জওয়ানরা কি অবস্থায় আছে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, বিগত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ছয় জন। ২১ জওয়ান সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯। এইসকল আক্রান্ত চিকিৎসা বিভিন্ন হাসপাতালে হচ্ছে।