গড়চিরৌলি (মহারাষ্ট্র), ২০ মে (হি.স.): ফের মাওবাদীদের উপদ্রব মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায়। এবার সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক পুড়িয়ে দিল মাওবাদীরা। তিনটি ট্রাকের মধ্যে দু’টি ট্রাক সম্পূর্ণ পুড়ে গিয়েছে। গড়চিরৌলি জেলার ধানোরা এলাকার ঘটনা।
গড়চিরৌলি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার গভীর রাতে অথবা বুধবার ভোররাতে ধানোরা এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা তিনটি ট্রাক পুড়িয়ে দিয়েছে মাওবাদীরা। ওই তিনটি ট্রাক সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত হত। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এছাড়াও রাস্তার মাঝখানে গাছের ডালপালা ফেলে লাল রঙের কাপড় বেঁধে হুমকি-বার্তা দিয়েছে মাওবাদীরা।