গুয়হাটি, ১৯ মে (হি. স.) : রাজ্যে মঙ্গলবার একদিনে এখন পর্যন্ত ৩৯ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। আজ রাত ৭:৪৫ মিনিটে সর্বশেষ টুইট আপডেটে এই দুঃসংবাদ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। এবার নতুন আরও ১৩ জনের শরীরে ধরা পড়েছে এই মারণ ভাইরাসের উপস্থিতি। পজিটিভ সব রোগী সরুসজাই কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন। তাঁদের গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মহেন্দ্রমোহন চৌধুরী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গুয়াহাটির যে তিনজনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে তাঁদের দুজন গতকাল প্রয়াত ক্যানসার আক্রান্ত গোপীন্দ্ৰচন্দ্র মালাকারের স্ত্রী ও মেয়ে। রাজ্যে আজ এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্ৰান্ত ১০৭ জন চিকিৎসাধীন। এছাড়া সুস্থ বলে বিভিন্ন হাসপাতাল থেকে ইতিমধ্যে ছুটি দেওয়া হয়েছে ৪১ জনকে৷ চারজনের মৃত্যু হয়েছে এবং দুজন অভিবাসী।