বেতনের দাবীতে আগরতলা রেল স্টেশনে বিক্ষোভ দেখালেন চুক্তিবদ্ধ সাফাইকর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ আগরতলা রেল স্টেশনে চুক্তিবদ্ধ সাফাই কর্মীরা বেতনের টাকা পাচ্ছে না৷ লকডাউন চলাকালে বেতনের টাকা না পাওয়ায় রেলস্টেশনের চুক্তিবদ্ধ সাফাই কর্মীরা অসহায় হয়ে পড়েছে৷ তাদের পরিবারে অনাহার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে৷ উদ্ভূত পরিস্থিতিতে অবিলম্বে তাদের বকেয়া মজুরির টাকা মিটিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছে চুক্তিবদ্ধ শ্রমিকরা৷

বকেয়া মজুরির দাবিতে রবিবার রেলের চুক্তিবদ্ধ শ্রমিকরা আগরতলা ট্রেন স্টেশনে প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করেন৷ রবিবার থেকে তারা রেলস্টেশনে ছাপাইয়ের কাজকর্ম বন্ধ রাখেন৷ বকেয়া দু’’মাসের মজুরির টাকা মিটিয়ে না দেওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না বলে স্পষ্ট ভাবে হুশিয়ারি দিয়েছেন৷ ফলে আগরতলা রেল স্টেশনে সাফাই কাজকর্ম দগ্দ হয়ে পড়েছে৷

সাফাই কর্মীরা জানিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে করুণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে তারা রেলস্টেশনে ছাপাইয়ের কাজকর্ম দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন৷ এ বিষয়ে তারা সংশ্লিষ্ট ঊর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *