নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ আগরতলা পশ্চিম থানা এলাকা থেকে এক দাগি সমাজদ্রোহীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনগণ৷ আটক সমাজবিরোধীর নাম বিশাল দেব৷ তাকে পাকড়াও করে স্থানীয় জনগণ পশ্চিম আগরতলা থানার পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে৷
পশ্চিম আগরতলা থানার ওসি জানান সে বিভিন্ন সমাজবিরোধী কাজকর্মের সঙ্গে জড়িত রয়েছে৷ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে৷ পুলিশ তাকে খুজছিল, সে পালিয়ে বেড়াচ্ছিল৷ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ অপরাধপ্রবণতা সংক্রান্ত আরও বিভিন্ন খবরা-খবর সংগ্রহের চেষ্টা চালাচ্ছে৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় বেশ কিছু সংখ্যক সমাজদ্রোহী দাপিয়ে বেড়াচ্ছে৷
তাদেরকে পাকড়াও করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে পশ্চিম থানার পুলিশ জানিয়েছে৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকাকে অপরাধ প্রবণতা মুক্ত করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷ আটক সমাজ বিরোধির বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করার জন্য জনগণ দাবি জানিয়েছেন৷