নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে৷ মাস্ক ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে প্রশাসনের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে.৷ প্রশাসনের এই নির্দেশ বেশিরভাগ মানুষ মান্য করলেও একাংশের মানুষের মধ্যে মাস্ক ব্যবহারে অনিহাপরিলক্ষিত হচ্ছে৷ এটি ভয়ঙ্কর প্রবণতা হিসাবে পরিগণিত হচ্ছে৷ মাক্স ব্যবহার না করলে যেকোনো সময় রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ সে কারণেই বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং ভারত সরকার মাস্ক ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে৷
রাজ্য সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে আইনি ব্যবস্থা এনেছে৷ মাস্ক ব্যবহার না করলে প্রথমবার ১০০টাকা এবং দ্বিতীয়বার ২০০ টাকা জরিমানা তৎসঙ্গে জেল এ পাঠানোর সংস্থান রাখা হয়েছে৷ সরকার এবং প্রশাসনের কঠোর মনোভাব সত্ত্বেও একাংশের মানুষ জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করছেন না৷ প্রশাসন যারা মাস্ক ব্যবহার করছে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে৷ শনিবার রাজধানী আগরতলা শহরের প্রগতি রোড এবং লেক চৌমুহনী বাজারে প্রশাসনের কর্মকর্তারা অভিযান চালান৷ অভিযান চালানোর সময় অনেককেই মাস্ক ব্যবহার করতে না দেখে জরিমানা করা হয়৷ অনেকের কাছে মাস্ক থাকলেও তা ব্যবহার করছেন না৷ সংশ্লিষ্টদেরকে প্রশাসনের তরফ থেকে আর্থিক জরিমানা করা হয়৷ অভিযানে অংশগ্রহণকারী এক আধিকারিক জানান মাস্ক ব্যবহার নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও তেমন সচেতনতা তৈরি হয়নি৷
সে কারণেই তারা অভিযানের সামিল হয়েছেন৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন৷ নিজে সুস্থ থাকতে এবং অপরকে সুস্থ রাখার তাগিদেই প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে প্রশাসনের তরফ থেকে পুনরায় আহ্বান জানানো হয়েছে৷

