বারওয়ানি (মধ্যপ্রদেশ), ১৮ মে (হি.স.): ফের অকালেই প্রাণ হারালেন পরিযায়ী শ্রমিকরা। এবার মধ্যপ্রদেশের বারওয়ানি জেলায় ট্যাঙ্কার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালরন স্বামী ও স্ত্রী-সহ মোট ৪ জন পরিযায়ী শ্রমিক। তাঁরা মহারাষ্ট্র থেকে ইন্দোর ফিরছিলেন।
পুলিশ সূত্রের খবর, রবিবার ট্যাঙ্কার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৪ জন পরিযায়ী শ্রমিকের। মৃত ৪ জনের মধ্যে দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী। ওই ৪ জন মহারাষ্ট্র থেকে ইন্দোর ফিরছিলেন। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।