নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫মে৷৷ করোনা-কারাগার স্থাপনের চিন্তাভাবনা করছে ত্রিপুরা সরকার৷ কারণ, বহিঃরাজ্য থেকে প্রচুর ত্রিপুরার নাগরিক রাজ্যে ফিরছেন৷ তাঁদের বাড়িতে একান্তবাসে পাঠানো হচ্ছে৷ কিন্তু, একান্তবাসে থাকাকালীন সরকারি নিয়ম লঙ্ঘন করে বাইরে ঘোরাফেরা করলে কারাদণ্ডের বিধান রয়েছে৷ সে মোতাবেক নিয়ম ভঙ্গকারীদের জন্য বিশেষ কারাগার স্থাপনের চিন্তাভাবনা করছে রাজ্য সরকার৷
এ-বিষয়ে আজ শুক্রবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, গতকাল অনেক রাত পর্যন্ত প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বৈঠকে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, মুখ্যসচিব মনোজ কুমার, অতিরিক্ত মুখ্যসচিব এস কে রাকেশ উপস্থিত ছিলেন৷ শিক্ষামন্ত্রী বলেন, বৈঠকে আরও করোনা কেয়ার সেন্টার স্থাপন নিয়ে আলোচনা হয়েছে৷ কারণ, বিশেষ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার জন্যই এই চিন্তাভাবনা হচ্ছে৷ তিনি বলেন, বহিঃরাজ্য থেকে যাঁরা আসছেন তাঁদের প্রতি পাঁচজনে এক জনের নমুনা সংগ্রহ করা হবে৷ পাশাপাশি, তাঁদের অধিকাংশকে বাড়িতে একান্তবাসে থাকতে হবে৷
শিক্ষামন্ত্রীর কথায়, প্রশাসনিক কর্মকর্তারা চাইছেন, বহিঃরাজ্য থেকে আগতদের পাশাপাশি তাঁদের বাড়ির সকলকে একান্তবাসে রাখা হোক৷ সে-ক্ষেত্রে এলাকাবাসী তাঁদের প্রতি সন্দেহমূলক আচরণ না করুন তা সুনিশ্চিত করতে হবে৷ শিক্ষামন্ত্রী বলেন, একান্তবাসে রয়েছেন এমন কাউকে বাইরে ঘোরাঘুরি করতে পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিধান রয়েছে৷ সে-ক্ষেত্রে তাঁকে রাখার জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে৷ কারণ, তাঁকে থানায় রাখা যাবে না৷ তাই করোনা-কারাগার স্থাপনের চিন্তাভাবনা চলছে৷ জেলাস্তরেও এ-ধরনের কারাগার স্থাপন করা হবে৷

