বেঙ্গালুরু, ১৫ মে (হি. স.) : প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা মাইকেল মধু। মাত্র ৫১ বছরে প্রয়াত হলেন অসামান্য প্রতিভাবান এই অভিনেতা। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, মঙ্গলবার বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন ওই অভিনেতা, এরপরই তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
চিকিৎসকেরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকের কারণে মারা গেছেন অভিনেতা। পরিবারে আছেন তাঁর স্ত্রী ও দুই মেয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাইকেল মধুর শেষকৃত্য সম্পন্ন হয়। শিবরাজকুমার অভিনীত ওম চলচ্চিত্র দিয়ে সিনেমায় প্রথম পদার্পণ করেন কন্নড় অভিনেতা মাইকেল। নিজের ১৫ বছরের অভিনয় জীবনে ৩০০-রও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য হয়ে রয়েছে, এ, একে ৪৭, সূর্য বংশ, শি !, নীলামবাড়ি ইত্যাদি। শুক্রবার হাম্বালে ফিল্মসের ক্রিয়েটিভ এক্সিকিউটিভ প্রযোজক কার্তিক গৌদা অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, “রেস্ট অফ পিস মাইকেল মধু। আপনার অনেক কাজ এখনও দর্শকদের হাসির কারণ।” দীর্ঘদিন অভিনয় করে মানুষকে হাসিয়ে গেছেন তিনি। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির কেউই ভাবেননি এত তাড়াতাড়ি চলে যাবেন তিনি। পরিবারের লোকেরা ছাড়া দেশব্যাপী চালু লকডাউনের কারণে তাঁর শেষকৃত্যে অংশ নিতে পারেননি কেউ। তাঁর মৃত্যুতে শোকাহত কন্নড় অভিনয় জগৎ।

