নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫মে৷৷ খয়েরপুর থেকে আমতলি যাওয়ার বাইপাস রাস্তাটির অবস্থা বেহাল৷ দীর্ঘ প্রায় ৯ মাস যাবৎ রাস্তাটির বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ৷ জায়গায় জায়গায় রাস্তার পিচ উঠে গভীর গর্ত তৈরি হয়েছে৷ এই অবস্থায় দিনের বেলায় কোন ক্রমে যান বাহন চলাচল করলেও দিনের আলো পড়তেই বিদপজনক অবস্থায় পরিণত হয় রাস্তাটি৷
এই অবস্থায় বাইপাশ রাস্তাটি সংস্কার করার দাবি উঠেছে৷ আগরতলা শহর লাগোয়া এই বাইপাশ সড়ক দিয়ে নিত্যদিন বহু যানবাহন চলাচল করে৷ এই জায়গায় রাস্তাটি সঠিক ভাবে মেরামতি না করলে সমস্যা আরও বাড়বে বলে অভিমত যান চালক ও স্থানীয়দের৷
পূর্ব চাম্পামুড়া থেকে শুরু আগরতলা রেল ষ্টেশনের স্ট্যান্ড পর্যন্ত রাস্তার অবস্থা আরো করুন৷ এই পথ দিয়ে যান নিয়ে চলাচল করতে গিয়ে ব্যপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ চালকদের৷

