BRAKING NEWS

অসমে আরও এক করোনা-আক্রান্ত সুস্থ, ছুটি গুয়াহাটির হাসপাতাল থেকে, এখনও সক্রিয় ৪২ জন

গুয়াহাটি, ১৫ মে (হি.স.) : অসমে আরও এক করোনা-আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এর সঙ্গে রাজ্যে সক্রিয় করোনা-আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৪২।

স্বাস্থ্যমন্ত্রী তাঁর টুইট হ্যান্ডলে লিখেছেন, ‘জানিয়ে সুখ অনুভব করছি, আরও একজন কোভিড-১৯ আক্ৰান্তের নমুনা পরীক্ষায় নিগেটিভ এসেছে। নিগেটিভ রেজাল্ট আসায় আজ তাঁকে মহেন্দ্ৰ মোহন চৌধুরী হাসপাতাল (গুয়াহাটি) থেকে মুক্ত করা হয়েছে। রাজ্যে সুস্থ রোগীর সংখ্যা ৪১-এ পৌঁছেছে।’

উল্লেখ্য, গত ১৩ মে রাজ্যে ১৫ এবং ১৪ মে সাত জনের শরীসে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছিল। ফলে অসমে করোনা-আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়িয়েছিল ৮৬। এতে রাজ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, মারণ ভাইরাসে ইতিমধ্যে এক কিশোরী সহ দুজনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *