২৪ ঘন্টায় সিআইএসএফ কর্মীদের মধ্যে করোনায় নতুন করে সংক্রমণের ঘটনা ঘটেনি

নয়াদিল্লি, ১৪ মে (হি. স.) :  ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনীর (সিআইএসএফ) কর্মীদের মধ্যে করোনার ভাইরাসে আক্রান্ত হওয়ার নতুন কোনও ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার আধা-সামরিক বাহিনী একটি স্বাস্থ্য বুলেটিনে বলেছে, সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছে মোট ১০৬ জন সিআইএসএফ কর্মী ।  এখনও পর্যন্ত তিনজন কর্মী চিকিৎসায় সুস্থ হয়েছেন।  বুলেটিনে উল্লেখ করা হয়েছে, কলকাতায় ৩৯ জন,  দিল্লি ও মুম্বইয়ে ৩০ জন,  ৫ জন আহমেদাবাদ থেকে এবং গ্রেটার নয়ডায় ২ জন  সিআইএসএফ কর্মী করোনায় আক্রান্ত হয়েছে।

সিআইএসএফের কর্মীরা করোনার বিরুদ্ধে মোকাবিলায় প্রথম সারির যোদ্ধাদের মধ্যে রয়েছেন। লকডাউনে ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তা করতে ভারতীয় নিরাপত্তা বাহিনী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। উপকৃত হয়েছে বহু অসহায় মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *