মুম্বই, ১৪ মে (হি.স.): খুদে ভক্তদের খেলাধুলোর সঙ্গে পড়াশোনাতেও সমান ভাবে মনোযোগী হওয়ার বার্তা দিলেন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলি। ভারত এবং ভারতের বাইরে থেকে নির্বাচিত আট খুদে ভক্তের সঙ্গে অনলাইন কনফারেন্সে এই পরামর্শ দেন কোহলি ।
ওই অনুষ্ঠানে অর্জুন মায়োরে নামে এক শিশু ভক্ত জানতে চায়, তাঁর ছোটবেলায় গরমের ছুটি কী ভাবে কাটাতেন বিরাট? ভারত অধিনায়ক জবাব দেন, “আমি তো গরমের ছুটিতে ৯০ শতাংশ সময় ক্রিকেট খেলেই কাটিয়েছি। বাকি দশ শতাংশ খেলেছি ব্যাডমিন্টন, ফুটবল এবং বাস্কেটবল।” সেখানেই না থেমে বিরাট আরও বলেছেন, “তবে আমি গরমের ছুটিতে হোমওয়ার্ক নিয়মিত করতাম। ওটা খুবই জরুরি ছিল। অনেকবার এমনও হয়েছে যে, স্কুল খোলার সময় চলে এসেছে অথচ আমি হোমওয়ার্কই করে উঠতে পারিনি। তখন খুব কষ্ট হত।”
লন্ডন থেকে এক খুদে ভক্তের প্রশ্ন ছিল, তাঁর স্কুলের দিনগুলি কেমন ছিল? কোহলি জবাবে বলেন, “আমার যখন ১২ বছর বয়স, তখন তো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্তই খেলে কাটাতাম। স্কুল শেষ হলেই সোজা চলে যেতাম অ্যাকাডেমিতে। তার পরে বাড়িতে ফিরে হোমওয়ার্ক সেরে নিতাম। এটাই ছিল রোজকারের নিয়ম। পরীক্ষার সময় আমরা খেলাধুলো করতাম না। তবে তার মধ্যে সুযোগ পেলে আমি কিছুটা ঘাম ঝরিয়ে নিতাম।”
বিরাটের মনে এখনও তাজা রয়েছে গরমের ছুটি শুরু হওয়ার প্রথম দিন। তিনি বলেছেন, “গরমের ছুটির আগে শেষ ক্লাসটা আমাদের সকলের কাছেই খুব রোমাঞ্চকর ছিল। মনে মনে ভাবতাম, কাল থেকে আর স্কুলে যেতে হবে না। আমি তো বাড়িতে ফিরেই পিঠ থেকে ব্যাগটা ছুড়ে দিয়ে সোজা বাথরুমে ঢুকে পড়তাম। খুব ভালভাবে অনেকটা সময় ধরে স্নান করার পরে ঠান্ডা মেঝেতে শুয়ে পড়তাম। মনটা খুব হাল্কা থাকত।”