আগরতলা-দিল্লী স্পেশাল ট্রেনের যাত্রা শুরু ১৮ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ করোনার প্রকোপে দীর্ঘ সময় বন্ধ থাকার পর চালু হচ্ছে রেল পরিষেবা৷ আপতত আগরতলা থেকে দিল্লী উভয় দিকে রেল পরিষেবা আগামী ১৮ মে থেকে শুরু হচ্ছে৷ সম্পূর্ণ বাতানুকূল ওই ট্রেন আগামী সোমবার সন্ধ্যা সাতটায় দিল্লীর উদ্দেশ্যে আগরতলা থেকে রওয়ানা দেবে৷ তেমনি আগামী ২০ মে নয়াদিল্লী থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে৷ ওই ট্রেন সপ্তাহে একদিন উভয় দিকে চলাচল করবে৷

ত্রিপুরায় অন্যকোন স্টেশনে ওই ট্রেন দাঁড়াবে না৷ আগরতলা থেকে দিল্লী পর্যন্ত পথে বদরপুর, গুয়াহাটি, কোকরাঝাড়, নিউজলপাইগুড়ি, কাটিহার, বারোওনি, পাটলিপুত্র, পন্ডিত দিনদয়াল উপাধ্যায় এবং কানপুর সেন্ট্রাল স্টেশনে ওই ট্রেন বাণিজ্যিক স্টপেজ রয়েছে৷ ওই স্পেশাল ট্রেনে একটি এসি প্রথম শ্রেণী, ২টি এসি দ্বিতীয় শ্রেণী এবং আটটি এসি তৃতীয় শ্রেণীর কামরা রযেছে৷ ইতিমধ্যে ট্রেনের সমস্ত টিকিট শেষ হয়ে গিয়েছে৷ দিল্লী থেকে আগরতলা ট্রেনের টিকিট বুকিং আগামীকাল থেকে শুরু হবে৷ রেলওয়ের নির্দেশিকা অনুযায়ী আসন সংরক্ষিত হলেই ওই ট্রেনে সফর করা যাবে৷

সাথে সচিত্র পরিচয়পত্র বহন করতে হবে৷ এছাড়া করোনা সংক্রমনের লক্ষণ না থাকলেই ওই ট্রেনে সফরের অনুমতি মিলবে৷ এক্ষেত্রে স্টেশনে প্রত্যেক যাত্রীর স্ক্রিনিং করা হবে৷ স্ক্রিনিং করার সময় যাত্রীর করোনা সংক্রমনের লক্ষণ দেখা গেলে তার টিকিট বাতিল করা হবে৷