গুয়াহাটি, ১৩ মে (হি.স.) : বুধবার কামরূপ মহানগর (গুয়াহাটি) জেলায় নতুন করে আরও ১৫ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। আজ রাত ৭.১০ মিনিটে টুইট করে এই খবর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। এই খবরে ভীত না হওয়ার আহ্বান জানিয়ে টুইট হ্যান্ডলে তিনি লিখিছেন, অতি সম্প্রতি গুয়াহাটির ফ্যান্সিবাজারে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন নতুন আক্রান্তরা।
নতুন পনেরোনকে নিয়ে অসমে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৯-এ। তবে তাঁদের মধ্যে এক কিশোরী সহ দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। বৰ্তমানে রাজ্যে সক্রিয় আক্ৰান্ত ৩৭ জনের চিকিৎসা চলছে। আজ যাঁদের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে তাঁদের গুয়াহাটির মহেন্দ্রমোহন চৌধুরী হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তাঁরা অন্যত্র কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন।
টুইটের পর মন্ত্রী ড. শর্মা সাংবাদিকদের জানান, গত সোমবার (১১ মে) ফ্যান্সিবাজারের ব্যবসায়ী জনৈক মুংরু সাহানির শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি ধরা পড়েছিল। আজ যাদের শরীরে পজিটিভ রিজাল্ট হয়েছে তারা সকলেই মুংরুর সংস্পৰ্শে এছিলেন। স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা তাঁদের নামও জানান। তাঁরা যথাক্রমে সুবোধ কুমার, সুনীল রায়, মুকেশ সিং, গণি কোয়াট, বিশ্বনাথ সাহা, বিদ্বেশ্বরী ঠাকুর, প্ৰবীণ কুমার রাও, লাখরো নিশাব, শংকর সাহা, কৃষ্ণকুমার গুপ্তা, সিপূজন নিশাব, অজয় কুমার, সঞ্জিত কুমার এবং প্ৰভাত কুমার। এঁদের সকলেই কোয়ারেন্টাইনে ছিলেন। তবে এ জন্য রাজ্যবাসীকে আতঙ্কিত হতে বারণ করেছেন স্বাস্থ্যমন্ত্ৰী ড. শৰ্মা।