ফ্লোরেন্স নাইটেঙ্গেলস এর ২০০তম জন্ম দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ ফ্লোরেন্স নাইটেঙ্গেলস এর ২০০তম জন্ম দিবস মঙ্গলবার রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ দুশো বছর আগে ১২ ই মে নাইটেঙ্গেলস জন্মগ্রহণ করেছিলেন৷ মানবপ্রেমী মহীয়সী নারীর জন্ম দিবস টি গোটা বিশ্ব জুড়ে নার্সেস ডে হিসেবে পালিত হয়৷ মানবপ্রেম এবং সেবা ধর্মের যে পরিচয় তিনি দিয়ে গেছেন তা আজও সমসাময়িক৷ আইজিএম হাসপাতালসহ রাজ্যের বিভিন্ন স্থানে নার্সেস ডে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে৷ এ উপলক্ষে আইজিএম হাসপাতালে নার্সেস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানে নাইটেঙ্গেলস এর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ প্রতিমা ভৌমিক৷


তিনি নাইটেঙ্গেলস এর জীবন আদর্শ নিয়ে বিস্তারিত আলোকপাত করেন৷ সাংসদ বলেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল কোনদিনই নার্সের প্রশিক্ষণ নেননি৷ তিনি ছিলেন বাণিজ্য বিভাগের ছাত্রী৷ বাণিজ্য বিভাগের ছাত্রী হয়েও তিনি আত্রের সেবার মানসিকতা নিয়ে জীবন উৎসর্গ করেছেন৷ সে কারণেই ফোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনটি বিশ্বজুড়ে সেবিকা দিবস হিসেবে পালিত হয়৷ এই মহান দিনে সমস্ত নার্সদের আর্তের সেবায় নিয়োজিত হতে অঙ্গীকার গ্রহণ করার আহ্বান জানান সাংসদ প্রতিমা ভৌমিক৷ নার্সদের হাতে মাস্ক স্যানিটাইজার সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন৷ রিজিওনাল ক্যান্সার হাসপাতালে নার্সেস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী৷ বিধায়ক শ্রী চক্রবর্তী নার্সদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন৷


এই মহান দিবসে নার্স সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের প্রতি তিনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন৷ বিধায়ক রতন চক্রবর্তী বলেন করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে নার্স মিডওয়াইফ এবং চিকিৎসকরা যেভাবে আর্তের সেবায় আত্মনিয়োগ করে চলেছেন তা শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করে ঋণ শেষ করা যাবেনা৷ তাদেরকে মানবতার মূর্ত প্রতীক বলেও তিনি আখ্যায়িত করেছেন৷ রাজ্যের অন্যান্য স্থানেও মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় নার্সেস ডে পালিত হয়েছে৷ তবে লক ডাউন জনিত পরিস্থিতিতে বড় ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *