নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ আগরতলা শহর সংলগ্ণ শ্রীনগর থানা এলাকার পার্থ কলোনিতে ধারালো অস্ত্রের আঘাতেএক এক মহিলা গুরুতর আহত হয়েছেন৷আহত মহিলার নাম মমতা খাতুন৷ বর্তমানে তিনি চিকিৎসাধীন৷ ঘটনাকে কেন্দ্র করে শ্রীনগর থানা এলাকার পার্থ কলোনিতে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ স্থানীয় সমাজ দ্রোহীরাই এই ঘটনার সঙ্গে জড়িত বলে আশঙ্কা করা হচ্ছে৷
এ ব্যাপারে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে নাগাদ৷ স্থানীয় সূত্রে জানা গেছে মমতা খাতুন নামে ওই মহিলাকে ঘর থেকে টেনে বের করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়৷ মহিলার আর্ত চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে দুষৃকতীরা পালিয়ে যায়৷ শ্রীনগর থানার পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে৷