লালারস সংগৃহিত, পরিবারসহ ১৮ জন একান্তবাসে, আতঙ্ক

করিমগঞ্জ (অসম), ৯ মে (হি.স.)৷৷ করিমগঞ্জের কায়স্থগ্রাম এলাকার আবঙ্গি গ্রামে জাকিরুল হক নামের এক লরি চালকের লালারস সংগ্রহ করা এবং তাকে ও তাঁর পরিবারের ১৮ জন সদস্যকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইন করে রাখা নিয়ে জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷
স্থানীয় প্রশাসনের কাছে জানা গেছে, পার্শবর্তী রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলার জেলা প্রশাসন করিমগঞ্জ পুলিশ প্রশাসনকে খবর দেয়, করোনা আক্রান্ত সন্দেহজনক এক লরি চালক চোরাইবাড়ি (ত্রিপুরা) থেকে পালিয়ে গেছে৷ জাকিরুল হক নামের এই লরি চালকের বাড়ি কায়স্থগ্রাম এলাকার আবঙ্গি গ্রামে৷ এই খবরের ভিত্তিতেই নিলামবাজার্রে সার্কল অফিসার ওয়াহিদুল ইসলাম এবং ওসি মেডিক্যাল টিম নিয়ে জাকিরুল হকের বাড়িতে গিয়ে উপস্থিত হন৷


এদিকে সার্কল অফিসারের কাছে প্রদত্ত বয়ানে জাকিরুল হক নাকি বলেছে, সে বুধবার বাড়িতে এসেছে৷ তবে পালিয়ে আসেনি, দৃঢ়তার সঙ্গে সে নাকি দাবি করেছে৷ এছাড়া ত্রিপুরায় তাঁর কোনও করোনা টেস্টও হয়নি৷ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে মেডিক্যাল টিম জাকিরুল হকের লালারস সংগ্রহ করে৷ জাকিরুলের লালারস পরীক্ষার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে বলে জানা গেছে৷ এছাড়া সতর্কতামূলক ভাবে জাকিরুল হকের পরিবারের ১৮ জন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে এসেছেন সার্কল অফিসার ওয়াহিদুল ইসলাম৷


এদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তাঁর অফিশিয়াল টুইটারে গতকাল টুইট করেছিলেন যে, ত্রিপুরায় নুতন করে ৩০ জনের শরীরে করোনা পজিটিভ লক্ষণ ধরা পড়েছে৷ এর মধ্যে ২৫ জন হলেন বিএসএফের ১৩৮ নর্ম্ব ব্যাটালিয়ানের জওয়ান৷ তাঁদের চারজন জওয়ানদের পরিবারের সদস্য এবং একজন লরি চালক৷ পরবর্তীতে এক করোনা আক্রান্ত ব্যক্তি (লরি চালক) ত্রিপুরা থেকে পালিয়ে এসেছে বলে করিমগঞ্জ প্রশাসনের কাছে আগরতলা প্রশাসনের কাছ থেকে খবর আসায় বৃহত্তর কায়স্থগ্রাম এলাকা সহ সমগ্র জেলার জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷


এদিকে অন্য এক সূত্রের দাবি, জাকিরুল হক শিলচর থেকে টিআর ০১ এএইস ১৯২২ নম্বরের গ্যাস সিলিন্ডার বোঝাই লরি নিয়ে ত্রিপুরার ধলাই গিয়েছিল৷ সেখানে তার লালারস সংগ্রহ করা হয়েছিল৷ এর পর প্রাথমিক পরীক্ষায় তাঁর শরীরে করোনার লক্ষণ ধরা পড়েছিল৷ সেখান থেকে নাকি সে পালিয়ে এসেছে৷ তবে আগরতলার প্রশাসনিক তরফ থেকে জাকিরুল হককে করোনা আক্রান্ত বলে অফিশিয়ালি কোনও তথ্য করিমগঞ্জ জেলা প্রশাসনের কাছে আসেনি বলে জানিয়েছেন ডিএসপি (সদর) সুধন্য শুক্লবৈদ্য৷