নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ রাজ্যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ ফলে আতঙ্কে ভুগছে মানুষ৷ তবে প্রসাশনের পক্ষ থেকে একাধিক বার জানানো হচ্ছে প্রয়োজনে প্রশাসনের সাথে সন্দেহ মূলক যে কোন বিষয় নিয়ে জানার জন্য৷ গুজবে ভর করে বা অপপ্রচার চালিয়ে যেন কেউ পরিস্থিতি আতঙ্কের মুখে ঠেলে না দেয়৷ আর এটাই করছে কিছু সংখ্যক অতি উৎসাহী মানুষ৷
উল্লেখ্য বুধবার রাজসানের কোটা থেকে বহু ছাত্র ছাত্রী ফিরেছে রাজ্যে৷ সেই ছাত্রছাত্রীদের মতো বুধবার ইন্দ্রনগরের বাসিন্দা জৈনিক এক মহিলা ছেলেমেয়েকে নিয়ে রাজ্যে ফিরে এসেছেন৷ তারপর সেই মহিলা এবং মহিলার ছেলে মেয়ের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয় এবং হোম কোয়ারেণ্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়৷ আর সেই মোতাবেক শুক্রবার ইন্দ্রনগর বাড়িতে আসেন সেই ভদ্রমহিলা৷ কিন্তু এলাকাবাসী মনে দেখা দেয় নানা সংশয়৷ আর তা নিয়ে শনিবার এলাকায় উত্তেজনা দেখা দেয়৷ এলাকাবাসীর বক্তব্য স্থানীয় ক্লাব সম্পাদকের সাথে আলোচনা না করে কেন তিনি বাড়ি ফিরেছেন? অযৌক্তিকভাবে বাড়ি ছাড়ার কথা বলতে থাকেন এলাকার কিছু মানুষ৷
পরবর্তী সময় খবর পেয়ে ছুটে যান বিধায়ক সুদীপ রায় বর্মণ ও সদর মহকুমা শাসক অসীম সাহা৷ তারা সেখানে গিয়ে গোটা ঘটনার বিবরণ শুনে এলাকাবাসীকে বোঝান যে প্রশাসনিক নির্দেশ মেনে তাদের বাড়ি ফিরতে দেওয়া হয়েছে৷ এতে কোন বিপত্তির ঝুঁকি নেই বলে জানান বিধায়ক সুদীপ রায় বর্মন ও সদর মহকুমা শাসক৷