নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ ইন্টিগ্রেটেড চেকপোস্টে (আইসিপি) পাহারায় নিয়োজিত বিএসএফ এবং শুল্ক বিভাগের কর্মীদের সুরক্ষা সামগ্রী প্রদান করেছে ল্যান্ডপোর্ট অথরিটি অব ইন্ডিয়া৷ প্রতিদিন আগরতলার আইসিপি দিয়ে বাংলাদেশি নাগরিক দেশে ফিরে যাচ্ছেন৷ তাই সুরক্ষা ব্যবস্থার অঙ্গ হিসেবেই এই সামগ্রী দেওয়া হয়েছে৷
এ-বিষয়ে আগরতলা ল্যান্ডপোর্টের ম্যানেজার দেবাশিস নন্দি বলেন, প্রতিদিন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে যাচ্ছেন৷ তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি৷ তিনি বলেন, সম্প্রতি স্বাস্থ্য দফতরের আধিকারিকরা আইসিপি-তে এসেছিলেন৷ এখানে বৈঠক করে কিছু নীতি নির্দেশিকা দিয়েছেন তাঁরাঊ তাঁদের পরামর্শ অনুযায়ী করোনা মোকাবিলায় সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে৷
তিনি বলেন, এখন আইসিপি-তে মূল প্রবেশদ্বারে স্বাস্থ্যকর্মীরা সমস্ত বাংলাদেশি যাত্রীদের পরীক্ষা করছেন৷ পরীক্ষায় করোনা-র লক্ষণ ধরা না পড়লে সংশ্লিষ্ট বাংলাদেশি নাগরিকদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে৷ তাঁর কথায়, আইসিপি-তে বিএসএফ এবং শুল্ক বিভাগের কর্মীরা রয়েছেন৷ তাঁদেরকে ল্যান্ডপোর্টের পক্ষ থেকে পিপিই কিট দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, স্বাস্থ্য দফতরের নীতি নির্দেশিকা অবলম্বন করে তাঁদের পিপিই কিট প্রদান করা হয়েছে৷
দেবাশিস বাবুর কথায়, আইসিপি-তে বাংলাদেশি যাত্রীদের সাথে পারস্পরিক দূরত্ব বজায় রাখা হচ্ছে৷ জিরো লাইনে তাঁদের পুনরায় পরীক্ষা করে বাংলাদেশে যেতে দেওয়া হচ্ছে৷ সাথে তিনি যোগ করেন, প্রতিদিন আইসিপি স্যানিটাইজ করা হচ্ছে৷ তাঁর দাবি, করোনা মোকাবিলায় সুরক্ষা ব্যবস্থায় কোনও ত্রুটি রাখা হচ্ছে না৷
এদিকে, বাংলাদেশ থেকে আগত পণ্যবাহী গাড়িগুলি জিরো পয়েন্টে স্যানিটাইজ করার ব্যবস্থা করেছে ল্যান্ডপোর্ট অথরিটি অব ইন্ডিয়া৷ এর সমস্ত খরচ ল্যান্ডপোর্ট বহন করছে৷