নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ ‘‘আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে৷ তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে৷’’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-র এই আদিম সৃষ্টি বরই প্রাসঙ্গিক, আজ আবারও প্রমাণিত হয়েছে৷ আজ ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন৷ আজ কবি-র ১৫৯তম জন্মদিন ত্রিপুরায় নিরবেই পালিত হচ্ছেঊ করোনা-র প্রকোপ আজকের দিনের উদ্দীপনা-কে দমিয়ে রাখতে বাধ্য করেছেঊ নেই কোন প্রভাত ফেরি৷ নেই সুকল, কলেজে রবীন্দ্র-চর্চা৷ সংসৃকতি প্রেমী-রা আজ বরই বিষন্ন৷ অন্তত রবি অনুরাগী-দের মুখ ভার হবে, তা বলার অপেক্ষা রাখে না ৷ করোনা প্রকোপে মৃত্যুভয় কবিগুরু-র গানের কোলাহল-কেও থামিয়ে দিয়েছে৷ তবুও, করোনা যুদ্ধে জয়ের অঙ্গীকার সকলের মুখে মুখে উচ্চারিত হচ্ছে৷
বাংলাদেশের সাংসৃকতিক সংস্থা ছায়ানট-র সভাপতি সন্জীদা খাতুন বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে নিজের ভাব প্রকাশ করে বলেন, বাঙালির সংগ্রামে রবীন্দ্রনাথ চিরকাল আমাদের পথের সাথী৷তাঁর কথায়, আজকের এই মহামারীর দুর্দিনেও আমরা সেই চিরযাত্রীর সাথে পা মিলিয়ে চলব৷ অগ্রসর হব নবীন মানব অভ্যুদয়ের শুভক্ষণের দিকে৷ তিনি কবিগুরুর উদ্বৃতি দিয়ে বলেন, হে নুতন দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ৷
আজ ত্রিপুরায় সরকারিভাবে শারীরিক দুরত্ব বজায় রেখে কবিগুরু-র প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে৷ আগরতলায় রবীন্দ্র কানন এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কবিগুরু-র প্রতিকৃতি-তে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও বিধায়ক আশীষ কুমার সাহা৷ মুখ্যমন্ত্রীর কথায়, প্রতিবছর ত্রিপুরা-র সহ সমগ্র বিশ্ববাসী উতাহের সাথে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন পালন করে থাকি৷ কিন্ত, আজ আমরা কবিগুরু-কে নিয়ে উদ্দীপনায় মেতে উঠতে পারছি না ৷ তাঁর কথায়, সামাজিক দুরত্ব বজায় রেখে কবিগুরু-র প্রতি শ্রদ্ধা জানাচ্ছিঊ তাঁর বক্তব্য, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ত্রিপুরার নিবিড় সম্পর্ক আমাদের গৌরবান্বিত করেছে৷
মুখ্যমন্ত্রী বলেন, করোনা আমাদের সহজে ছাড়ছে না বলেই মনে হচ্ছে৷ কিন্ত, আমাদের এই মহামারীর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে হবে৷ তাঁর কথায়, করোনা যুদ্ধে জয়ী হতে স্বাস্থ্যবিধি মেনে চলুন৷