শিলচর (অসম), ৯ মে (হি.স.) : কাছাড়ের নয়া জেলাশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তরুণী আইএএস কীর্তি জল্লি। তিনি বিদায়ী বর্ণালী শর্মার হাত থেকে দায়িত্ব সমঝে নিয়েছেন। দায়িত্ব নিয়ে জেলার সার্বিক উন্নয়নের সংকল্প নিয়েছেন তিনি। জেলাশাসক হিসেবে যাতে সফলভাবে নিজের দায়িত্ব পালন করতে পারেন, বিশেষ করে চলমান করোনা-যুদ্ধে যুদ্ধে সকলের সহযোগিতা কামনা করেছেন নবাগত জেলাশাসক জল্লি।
আজ শনিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কাছাড়ের নয়া জেলাশাসকের আসনে বসে চলমান সংকটকালে জেলাবাসীর সুরক্ষা ও উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি আশা ব্যক্ত করে বলেন, সরকারি গাইডলাইন অনুসরণ করে চললে করোনার মতো মহামারির হাত থেকে নিজেদের রক্ষা করা যাবে। পরিস্থিতির বিবেচনা করে উপযুক্ত সিদ্ধান্ত নেবে প্রশাসন।
এদিকে জেলাশাসকের কর্মচারীরা সদ্যপ্রাক্তন জেলাশাসক বর্ণালী শর্মাকে সংবর্ধনা জানাতে এক সভার আয়োজন করেন। নবনিযুক্ত জেলাশাসকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য পেশ করতে গিয়ে বিদায়ী জেলাশাসক বর্ণালী শর্মা কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে সৃষ্ট মহামারি পরিস্থিতিতে তাঁদের নিবেদিত ও প্রতিশ্রুতিবদ্ধ সেবার জন্য বিভিন্ন বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষত তথ্য ও জনসংযোগের বরাক উপত্যকা জোনের ডেপুটি ডিরেক্টরের অফিসকে সংবাদ প্রেরণের ক্ষেত্রে এবং জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে করোনা ভাইরাস বা কোভিড-১৯ সংক্রান্ত যাবতীয় বিষয় তৎপরতার সঙ্গে সেবার প্রদান করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে কাছাড়ের নয়া জেলাশাসক কীর্তি জল্লিও বক্তব্য পেশ করেছেন। তিনিও করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত বিভাগের পাশাপাশি জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন। আজকের বিদায়ী সভায় জেলা উন্নয়ন কমিশনার জেসিকা লালসিমও প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেছেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা উপায়ুক্ত যথাক্রমে সুমিত সত্তাওয়ান (আইএএস), রাজীব রায়, এআর মজুমদার, ললিতা রংপিপি, সহকারি কমিশনারগণ অভিলাষ বার্নওয়াল (আইএএস), মারিয়া তানিম, নবনীতা হাজরিকা, জেলা পরিকল্পনা আধিকারিক রুলি দাওলাগপু এবং জেলা প্রশাসনের সকল কর্মীরা।
এদিকে কাছাড়ের জেলা সদর শিলচরে আসার আগে আজ সকালেই হাইলাকান্দির নবাগত জেলাশাসক তরুণ আইএএস মেঘনিধি দাহালের হাতে দায়িত্ব সমঝে দিয়ে এসেছেন কীর্তি জল্লি।
উল্লেখ্য, গতকাল শুক্রবার অসম সরকারের এক আদেশে কাছাড় এবং হাইলাকান্দির জেলাশাসকদের বদলি সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।
প্ৰসঙ্গত চলতি বছরের ৬ জানুয়ারি তদানীন্তন জেলাশাসক লায়া মাদ্দুরির কাছ থেকে দায়িত্ব নিয়েছিলেন বিজায়ী বর্ণালী শর্মা। কাছাড়ের বিদায়ী জেলাশাসক বর্ণালী শর্মাকে বদলি করা হয়েছে এমপ্লয়মেন্টের ডিরেক্টর হিসেবে।

