ট্রেনিং দেয়া হল বিএসএফের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ করোনা পরিস্থিতির দিকে নজর রেখে বৃহস্পতিবার বিএসএফের স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকের ৩০ সদস্যের একটি দল জিবি হাসপাতালে করোনা চিকিৎসার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে আসেন৷ তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে৷ কিভাবে পরিষেবা প্রদান করা যায় সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করছেন বিএসএফের স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকেরা৷


শালবাগানস্থিত বি এস এফ-এর সদর কার্যালয়ে অবস্থিত হাসপাতালটি ব্যবহারের আগে এই অভিজ্ঞতা নিতেই বৃহস্পতিবার জিবি হাসপাতালে যায় দলটি৷ এই দলের মধ্যে ৭ জন চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীরা রয়েছে৷ তাদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যাবতীয় তথ্য ও প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়েঠে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *