নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ করোনা-র প্রকোপে বুদ্ধ পূর্ণিমা সাদামাটা ভাবেই পালিত হচ্ছে৷ আগরতলায় বুদ্ধ বিহার-এ আজ জমকালো আয়োজন হয়নি৷ অন্যান্য বছর বিরাট মেলার আয়োজন হতো৷ এ-বছর বুদ্ধ সন্ন্যাসীরা নিজেরা মিলে পুজার্চনা সেরেছেন৷
এ-বিষয়ে বুদ্ধ বিহার-এর প্রধান বলেন, করোনা মহামারির কারণে সরকারি আদেশ অনুসারে বিরাট আয়োজন করা সম্ভব নয়৷ তাঁর কথায়, বৈশাখী পূর্ণিমায় বুদ্ধ জয়ন্তী পালিত হয়৷ তিনি বলেন, বৈশাখী পূর্ণিমায় ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন৷ ওই পুর্ণিমাতেই তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন৷ বৈশাখী পূর্ণিমা তিথিতে তাঁর মহাপ্রয়াণ হয়েছিল৷ এই তিনটি উপলক্ষ নিয়ে বুদ্ধ পূর্ণিমা পালন করা হয়৷ কিন্ত, এ-বছর মহা ধুমধামের বদলে সাদামাটা ভাবেই বুদ্ধ জয়ন্তী পালন করা হচ্ছে৷
তিনি বলেন, আজকের দিনে ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করছি, সমগ্র বিশ্ববাসীর মঙ্গল হোক৷ করোনা মহামারির হাত থেকে গোটা বিশ্বের মুক্তি ঘটুকঊ ফিরে আসুক শান্তি৷