নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ করোনার প্রকোপে রাজ্যে ধলাই জেলা বিধবস্ত হয়ে পড়েছে৷ নতুন করে আজ ১৩ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ তারা সকলেই ধলাই জেলা সদর আমবাসার জহরনগরস্থিত বিএসএফের ১৩৮ নং ব্যাটেলিয়ানের মুখ্য কার্য্যালয়ে কর্মরত৷ তাদের মধ্যে একজন মেস ওয়ার্কারও রয়েছেন৷ আজ নতুন করে ১৩ জন করোনা আক্রান্তের ঘটনায় ত্রিপুূরায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জন৷ তাদের মধ্যে দুইজন সুস্থ হয়েছেন৷ গতকাল ১৩ জন বিএসএফ জওয়ানের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছিল৷ আজ বিকালে তাদের জিবি হাসপাতালে কোভিড-১৯ সেন্টারে আনা হয়েছে৷ এদিকে, আজ আরও ১৩ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গিয়েছে৷ তাদের আগামীকাল আগরতলায় নিয়ে আসা হবে৷
আজ রাতে ফেইসবুক বার্তায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, রাজ্যে আরও তের জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তাদের মধ্যে একজন মেস ওয়ার্কার৷ সকলেই আমবাসার জহরনগরস্থিত ১৩৮ নং বিএসএফ ব্যাটেলিয়ানে রয়েছেন৷ তিনি বলেন, রাজ্যে এখনও কোন সাধারণ নাগরিক এই বিএসএফ জওয়ানদের সংস্পর্শে এসেছেন তারা করোনা আক্রান্ত হননি৷ তিনি রাজ্যবাসীকে সতর্ক থাকতে এবং আতঙ্কিত না হবার জন্য আবেদন জানিয়েছেন৷
এদিকে, আজ সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান, আজ চুড়াইবাড়ি দিয়ে ৩৯১ জন এবং দামছড়া দিয়ে ৪৪ জন রাজ্যে প্রবেশ করেছে৷ ১৩৭টি ট্রাক এবং ৩৭টি যাত্রীবাহী গাড়ি আজ রাজ্যে প্রবেশ করেছে৷ আজ চুড়াইবাড়ি দিয়ে হটস্পট এলাকা থেকে ৭০ জন যাত্রী এবং ৪০ জন রোগী রাজ্যে এসেছে৷ শিক্ষামন্ত্রী জানান, আজ ১৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷
শিক্ষামন্ত্রী জানান, উত্তর-পূর্বাঞ্চলে এখন পর্যন্ত কোনও ট্রেন চলাচল চালু হয়নি৷ এক্ষেত্রে রেল পরিষেবার বিষয়ে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজারকে ত্রিপুরার নোডাল অফিসার করা হয়েছে৷ তিনি আরও জানান, ভিন রাজ্যে আটক মোট ৭,৬৯৩টি এখন পর্যন্ত দরখাস্ত জমা পড়েছিলো৷ এরমধ্যে ৪,৬৫৭ জনকে আর্থিক সহায়তা বাবদ ১ কোটি ৬৯ লক্ষ টাকা দেওয়া হয়েছে৷ এছাড়া ইন্টার স্টেট মুভমেন্ট পাসের এখন পর্যন্ত ১০,২৭১টি দরখাস্ত জমা পড়েছে৷ এরমধ্যে ২০৮ জনের বিষয়ে উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ সাধন করা হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান৷
প্রসঙ্গত, ধলাই জেলা শুনশান হয়ে পড়েছে৷ জেলার বাসীন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন৷ এখনও অনেকের নমুনার পরীক্ষার রিপোর্ট আসার বাকি রয়ে গিয়েছে৷