BRAKING NEWS

উদয়পুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ মে৷৷ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার উদয়পুরে৷ পরিমল দাস পেশায় অবসর প্রাপ্ত লড়ি চালক, বয়স সত্তর৷ গরুর জন্য ঘাস কাটতে বিকাল বেলা বাড়ি থেকে বেরিয়ে যায়৷ সন্ধ্যায় বাড়ি না আসায় ছেলে সহ বাড়ির অন্যান্য সদস্যরা খুঁজতে বেড়িয়ে পরেন৷ খুঁজতে খুঁজতে বাড়ির একটু দূরে ক্ষেতে তার দেহ পরে থাকতে দেখেন৷


তাদের চিৎকারে এলাকাবাসী পুলিশকে খবর দিলে আর কে পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনা স্থলে পৌঁছানোর পর মৃতদেহ গোমতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আগামী কাল ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে৷


গত কয়েকদিন ধরে উনি মানসিক অবসাদে ভুগছিলেন৷ পাশ্ববর্তী প্রতিবেশীদের সাথে ঝামেলা ও লক ডাউনের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি ও অবসর জীবন যাপনের জন্য মানসিক অবসাদের ফলেই মৃত্যুর কারন হতে পারে বলে এলাকাবাসীর অভিমত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *