গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ নিজ ঘরেই ফাঁসিতে আত্মঘাতী হলেন এক গৃহবধূ৷ তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷


পশ্চিম ত্রিপুরা জেলার সদর মহকুমায় কবিরাজ টিলা এলাকায় বাবুল সরকারের স্ত্রী পারমিতা সরকার গতকাল রাতে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছেন৷ মৃতার স্বামী জানিয়েছেন, জমিতে কাজ সেরে সন্ধ্যায় বাড়িতে ফিরেছি৷ এর পর সকলে একত্রেই ছিলাম৷ কিন্ত রাতে সবার অজান্তে ঘরে ঢুকে ফাঁসিতে আত্মহত্যা করে পারমিতা৷ বাবুলের বক্তব্য, ঘরের দরজা বন্ধ দেখে রাতে খাবারের জন্য অনেক ডাকাডাকি করা হয়৷ কিন্তু কোনও সাড়া না পাওয়ায় দরজার ফুটো দিয়ে দেখি পারমিতা গলায় ফাঁস জড়িয়ে ঝুলে রয়েছে৷ তা দেখে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে নীচে নামিয়েছি৷


তাঁর দাবি, পরিবারে কোনও অশান্তি ছিল না৷ তাঁদের বিয়ের পাঁচ বছর হয়েছে৷ একটি দেড় মাসের কন্যা সন্তান রয়েছে তাঁদের৷ কী কারণে পারমিতা আত্মহত্যা করলেন, তা বুঝতে পারছেন না তিনি৷
এদিকে পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছিল৷ ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পশ্চিম আগরতলা মহিলা থানার তদন্তকারী অফিসার বলেন, ওই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *