বিশালগড়ে কুমারী মা গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ বিশালগড় থানা এলাকার নেহাল চন্দননগরে এক কুমারী মা কন্যা সন্তানের জন্ম দিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ এই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে বিশালগড় মহিলা থানার পুলিশ গ্রেপ্তার করেছে৷ তার নাম রাজেশ নম৷ স্থানীয় সূত্রে জানা গেছে নেহাল চন্দননগরে রাজেশ নম নামে ওই ব্যক্তি তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল৷


মামার বাড়ির পাশের বাড়ির এক যুবতীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠায় যুবতীটি অন্তঃসত্ত্বা হয়ে যায়৷ ইতিমধ্যেই যুবতিটি এক কন্যা সন্তানের জন্ম দেয়৷ রাজেশ নামো নামে অভিযুক্ত ব্যক্তির কাছে সামাজিক মর্যাদা দাবি পড়লে সে অস্বীকার করে৷ তাতে বাধ্য হয়েই অভিযুক্তের বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করা হয়৷ অভিযোগ মুলে বিশালগড় মহিলা থানার পুলিশ অভিযুক্ত রাজেশ নামোকে গ্রেপ্তার করেছে৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ জানা গেছে আটক রাজেশ নম বিবাহিত৷ তার দুটি সন্তান রয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *