BRAKING NEWS

করোনা যোদ্ধাদের কুর্নিশ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি, ৩ মে (হি. স.):   দেশজুড়ে করোনা সংকটের মধ্যে নিজেদের জীবনকে বিপন্ন করে ক্রমাগত কাজ করে চলেছে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী, পুলিশ, আধা সেনা সংবাদকর্মী ও অন্যান্য  অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। এবার তাদের এই আত্মত্যাগকে কুর্নিশ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কঠিন সময় গোটা দেশ এই সকল বীর জওয়ান ও তাদের পরিবারবর্গের পাশে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

রবিবার সকালে নিজের টুইট বার্তায় অমিত সাহা লিখেছেন, যে বীরত্বের সঙ্গে ভারত করোনার বিরুদ্ধে লড়াই করছে, তা প্রশংসার যোগ্য। এই কঠিন সময় পুরোদেশ বীর জওয়ান ও তাদের পরিবারবর্গের পাশে রয়েছে।

নিজের অপর টুইট বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, আধাসেনা ও অন্যান্য যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে দেশের সামরিক বাহিনীর তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার হৃদয়কে স্পর্শ করেছে। যে বীরত্বের সঙ্গে এই সকল যোদ্ধারা লড়াই করেছে তা বন্দনার যোগ্য। এইসকল করোনা যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে অমিত শাহ লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ করোনা যোদ্ধাদের পাশে রয়েছে। এই সংকটজনক পরিস্থিতি যে সুযোগ করে দিয়েছে তা কাজে লাগাতে হবে। যাতে করে সুস্বাস্থ্য, সমৃদ্ধ ও শক্তিশালী ভারত বিশ্ব মঞ্চে আত্মপ্রকাশ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *