নয়াদিল্লি, ২ মে (হি. স.): সোমবার অর্থাৎ ৪ মে থেকে শুরু হতে চলেছে লকডাউনের তৃতীয় পর্যায়। এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
সেই অনুযায়ী সার্কুলার জারি করে আন্তর্জাতিক ও আন্ত:রাজ্য যাত্রীবাহী বিমানের পরিষেবার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে অসামরিক বিমান মহা নির্দেশনালয় ডিজিসিএ – র তরফ থেকে। দেশের প্রতিটি যাত্রীবাহী বিমান পরিষেবা সংস্থাকে সার্কুলার জারি করে ১৭ মে পর্যন্ত বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশিকা পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে।
উল্লেখ করা যেতে পারে ২৫ মার্চ থেকে গোটা দেশে লকডাউন চলছে। ২৪ তারিখ থেকে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করার পর ৬৫০টি যাত্রীবাহী বিমান দেশের বিভিন্ন বিমানবন্দরে আটকে রয়েছে। কিন্তু গোটা দেশজুড়ে যেভাবে পণ্যবাহী বিমান পরিষেবা দিয়ে আসছিল সেটা চলবে।