নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ চাকরির মেয়াদ বৃদ্ধির দাবিতে আজ বৃহস্পতিবার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে ধরনা দিলেন সর্বশিক্ষা প্রকল্পের এক শিক্ষক৷ তিনি আজ অবসরে গেছেন৷ আরও এক বছর চাকরির মেয়াদ বৃদ্ধির দাবিতে তিনি ধরনা দিয়েছেন৷
সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষক মৃণালকান্তি রায় খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকায় বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ ধরনা দেন৷ তিনি ২০০৭ সালে ওই প্রকল্পে শিক্ষক পদে নিযুক্তি পেয়েছিলেন৷ সরকারি নিয়ম অনুযায়ী আজ তিনি চাকরি থেকে অবসরে গেছেন৷ কিন্তু বিদ্যালয় পরিদর্শকের কাছে আরও এক বছর মেয়াদ বৃদ্ধির দাবি জানান তিনি৷ তা সম্ভব নয়, জানানোর পর তিনি ধরনায় বসে যান৷ খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ছুটে আসে এবং ধরনা প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন৷ কিন্তু মৃণালবাবু কিছুতেই ধরনা প্রত্যাহারে রাজি হচ্ছিলেন না৷ বাধ্য হয়ে পুলিশ তাঁকে তুলে থানায় নিয়ে যায়৷
এ-বিষয়ে মৃণালবাবু বলেন, এখন লকডাউন চলছে৷ তাই চাকরি থেকে অবসরে পাঠানোর বদলে আরও এক বছর মেয়াদ বৃদ্ধি করাই উচিত৷ ওই দাবিতেই ধরনা দিয়েছিলাম৷ এখন পুলিশ আমাকে তুলে নিয়ে যাচ্ছে৷ বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিত দেববর্মা বলেন, মৃণালকান্তি রায় তৃসাবাড়ি সুকলে সমগ্র শিক্ষা প্রকল্পে চুক্তিবদ্ধ শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন৷ সম্প্রতি তিনি চাকরির মেয়াদ বৃদ্ধির আর্জি জানিয়েছিলেন৷ কিন্তু ঊর্ধতন কর্তৃপক্ষ তাঁর আবেদন নাকচ করে দিয়েছে৷ তাই আজ তিনি কোনও অনুমতি না নিয়ে ধরনায় বসে গিয়েছিলেন৷ ফলে তাঁকে তুলে নিয়ে গেছে পুলিশ৷ তেলিয়ামুড়া থানার পুলিশ অবশ্য কিছুক্ষণ পর মৃণালকান্তিকে ছেড়ে দিয়েছে৷