আমেরিকায় খুন ভারতীয় বংশোদ্ভূত অন্তঃসত্ত্বা, আত্মহত্যা স্বামীর

নিউইর্য়ক, ৩০ এপ্রিল (হি. স.) : আমেরিকায় খুন ভারতীয় বংশোদ্ভূত ৩৫ বছরের এক অন্তঃসত্ত্বা মহিলা। তাঁর দেহ পাওয়া গেছে অ্যাপার্টমেন্টে । তাঁর স্বামীর মৃতদেহও মিলেছে নিকটবর্তী হাডসন নদীর ধারে। মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মৃতা মহিলার নাম গরিমা কোঠারি। তাঁর শরীরের উপরের অংশে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

জানা গেছে, গত ২৬ এপ্রিল তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ময়নাতদন্তের পরে পরিষ্কার হয় গরিমাকে হত্যা করা হয়েছে। তাঁর দেহের উপরের অংশে একাধিক আঘাত লক্ষ করা গিয়েছে। পাশাপাশি ময়নাতদন্ত থেকে এও জানা যাচ্ছে, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর স্বামী মোহন মলের (৩৭) মৃতদেহ পাওয়া গিয়েছে হাডসন নদীর ধারে। মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। জার্সি সিটি পুলিশ দফতরের কাছে খবর আসে কেউ নদীর কাছে আত্মহত্যা করতে চাইছে। তারা ঘটনাস্থ‌লে পৌঁছলে অচেতন মলের মৃতদেহ উদ্ধার করে। তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এই দুই মৃত্যুরহস্যের তদন্ত করা হয়েছে বলে জার্সি সিটি পুলিশ দফতরের তরফে জানানো হয়েছে।প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এই মৃত্যুদু’টি হত্যা ও আত্মহত্যা। তবে তদন্ত না শেষ হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গরিমা কোঠারি ছিলেন একজন প্রতিভাবান শেফ। তাঁর স্বামী আইআইটির প্রাক্তন পড়ুয়া। তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করতে ব্রিটেনে এসেছিলেন।