BRAKING NEWS

এগ্রি এন্টারপ্রেনার ফেসিলিটেশন ডেস্ক মন্ত্রিসভায় অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ রাজ্যে এগ্রি এন্টারপ্রেনার ফেসিলিটেশন ডেস্ক তৈরি করার অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভা৷ আজ সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷ তাঁর দাবি, অতীতে ত্রিপুরায় এই ধরণের কোন পরিকাঠামো ছিল না৷


শিক্ষামন্ত্রীর কথায়, সিদ্ধান্ত অনুযায়ী উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের ডাইরেক্টরেটে এই ডেস্ক তৈরি করা হবে৷ তিনি বলেন, আমাদের রাজ্য প্রধানত কৃষির উপর নির্ভরশীল৷ ত্রিপুরা সরকারও কৃষিকেই অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে গুরুত্ব দিয়েছে৷ তাঁর বক্তব্য, ত্রিপুরায় যারা কৃষিভিত্তিক শিল্প স্থাপন করতে চায় তাদের অনেকেই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের, ন্যাশনাল হর্টি বোর্ডের এবং নাবার্ডের বিভিন্ন ভর্তুকী সম্পর্কে জানেন না৷ তাই ত্রিপুরা সরকার রাজ্যে কৃষিভিত্তিক ব্যবসাকে সম্প্রসারিত করতে এবং উদ্যোগীদের রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল হর্টি বোর্ডের এবং নাবার্ডের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করার জন্য এগ্রি এন্টারপ্রেনার ফেসিলিটেশন ডেস্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে৷


তাঁর কথায়, এই ডেস্কটি পরিচালনার জন্য সফেদের মাধ্যমে নিয়োগ করা হবে৷ এক্ষেত্রে যাদের এম বি এ সহ কৃষি-তে ডিগ্রী এবং মার্কেটিং অভিজ্ঞতা রয়েছে তাদের নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে৷ এরজন্য ত্রিপুরা সরকারের বছরে ২৪ লক্ষ টাকা ব্যয় হবে৷ তিনি বলেন, মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অব হর্টিকালচারের টেকনিক্যাল সাপোর্ট গ্রুপ ফাণ্ড থেকে এই টাকা ব্যয় করা হবে৷ শিক্ষামন্ত্রী আরও বলেন, ত্রিপুরায় প্রচুর পরিমাণে কাঁঠাল, লেবু, আনারস এবং সাদামূলা উৎপন্ন হয়৷ সেগুলিকে ভিত্তি করে কিভাবে শিল্পের উন্নয়ন করা যায় এবং রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করা যায় সেজন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে৷


তাঁর দাবি, কৃষিভিত্তিক ব্যবসায়ে যুবকদের আগ্রহী করে তুলতে আগামী ১ বছরে ২ হাজার যুবককে সচেতন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং ৪০০ জন যাতে ব্যবসা শুরু করতে পারে সেই উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি বলেন, ১০ জনকে নতুন শিল্প ইউনিট স্থাপনের এবং ১ বছরের মধ্যে ৪টি ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সভার আয়োজন করার উদ্যোগ নিতে হবে৷ তাতে রাজ্যে কর্মসংস্থানের পাশাপাশি কৃষিভিত্তিক শিল্পের সম্প্রসারণ ঘটবে বলে শিক্ষামন্ত্রী আশাব্যক্ত করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *