চাম্পাহাওরে নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৯ এপ্রিল৷৷ ফের ত্রিপুরায় নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটেছে৷ নয় বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে৷


অভিযোগ, গতকাল খোয়াই জেলার চাম্পাহাওর থানাধীন হাতিমারা পাড়ায় বিকেল চারটা নাগাদ বিশাল দেববর্মা (২০) নামের যুবক স্থানীয় এক নাবালিকাকে ফুঁসলিয়ে জঙ্গলে নিয়ে যায়৷ সেখানে বলপূর্বক তাকে ধর্ষণ করে৷ বিষয়টি নির্যাতিতা তার বাবাকে জানালে তিনি চাম্পাহাওর থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷


আজ চাম্পাহাওর থানার ওসি উদয়ন দেববর্মার নেতৃত্বে পুলিশ হাতিমারাপাড়া থেকে অভিযুক্ত বিশাল দেববর্মাকে গ্রেফতার করেছে৷ তার বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৬ এবং ৫০৬ ও পকসো আইনের ৬ ধারায় মামলা নিয়েছে পুলিশ৷ ওই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে৷
করোনা-র প্রকোপে লকডাউন-এর মধ্যে অপরাধ সম্প্রতি বাড়ছে ত্রিপুরায়৷ এমনই ধর্ষণের ঘটনায় আবারও ত্রিপুরাকে কলংকিত করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *