নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২২ এপ্রিল ৷৷ লকডাউনের মধ্যেও গার্হস্থ্য অশান্তি লেগেই রয়েছে৷ বুধবার পারিবারিক কলহের জেরে শাশুড়ির এবং জামাইয়ের অত্যাচারে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলো সুস্মিতা সেন (২২) নামে এক গৃহবধূ৷
ঘটনা উদয়পুর মহকুমার কাকড়াবনে৷ গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়াতে গোমতী জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয় গৃহবধূকে৷ সুস্মিতা সেনের স্বামীর নাম রিপন কুমার শীল৷ বাড়ি কাকড়াবন মোটরস্ট্যান্ড এলাকায়৷ চিকিৎসকরা জানায় সুস্মিতা সেনের ৮০ শতাংশ দেহ পুড়ে যায়৷ গৃহবধূর ৮ মাসের একটি পুত্র সন্তানও রয়েছে৷